জন্মদিনে শারজায় সচিনের নামে স্ট্যান্ড
সাদাকালো নিউজ
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের একটি গেট শচীন টেন্ডুলকারের নামে করার পর শারজাতেও তাকে সম্মানিত করা হলো। ভারতীয় ব্যাটিং গ্রেটের ৫০তম জন্মদিনে তার নামে একটি স্ট্যান্ড করা হয়েছে।
সাবেক ভারতীয় অধিনায়কের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে মঙ্গলবার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানেই ওয়েস্ট স্ট্যান্ডের নাম পাল্টে করা হয় ‘শচীন টেন্ডুলকার স্ট্যান্ড’।
এই মাঠেও নিজের জাদু দেখিয়েছেন শচীন। ১৯৯৮ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। তার ওই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠে ভারত। ২৫তম জন্মদিনে অনুষ্ঠিত যে ম্যাচে ১৩৪ রান করে ভারতকে ৬ উইকেটে জেতান লিটল মাস্টার।
শারজা ক্রিকেটের প্রধান নির্বাহী খালাফ বুখাতির সেই দিনে ফিরে গেলেন, ‘আমি তার জন্মদিন উদযাপন ভুলতে পারি না। সব দর্শকদের মুগ্ধ করেছিলেন। ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল আমার। ওই দিনটি শুধু শচীনের জন্য বিশেষ ছিল না, যারা দেখেছে তাদের জন্যও।’
এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শচীন ও উইন্ডিজ ব্যাটিং গ্রেট ব্রায়ান লারার নামে একটি গেট উন্মোচন করা হয়। ৫০তম জন্মদিন পালন করা শচীন ২৪ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানেন ২০১৩ সালে।