চুরি গেছে পগবার বিশ্বকাপ পদক
সাদাকালো নিউজ
২০১৮ বিশ্বকাপ ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। বিশ্বকাপ জয়ী সেই দলে ছিলেন ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবা। সেই ম্যাচে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। গোটা টুর্নামেন্টেই দারুণ খেলেছিলেন পগবা।
বিশ্বকাপজয়ী পগবার সেই বিশ্বকাপের পদকটি চুরি হয়ে গেছে। এরই মধ্যে চোরের দলকে ধরতে পুরস্কারও ঘোষণা করেছেন পগবা।
গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি হেরে যায় পগবার দল। সেই পরাজয়ের দুঃখ বুকে নিয়ে বাসায় ফিরতেই এ দুঃসংবাদ শোনেন তিনি।
জানা গেছে, এই ম্যাচ চলাকালে তার বাসায় হানা দেয় এক দল চোর। সে সময় বাসায় ছিল তার দুই সন্তান। সন্তানরা ঘুমিয়ে থাকতেই চুরি করে পালিয়ে যায় চোরের দল। আর ঘটনার সময় তার স্ত্রী ছিলেন গ্যালারিতে।
চুরি যাওয়া মালামাল নিয়ে ফরাসি সংবাদমাধ্যম লা ফিগারোকে পগবা বলেছেন, “আমার মায়ের অলংকার এবং আমার বিশ্বকাপ জয়ের পদক চুরি গেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল- ঘটনার সময় আমার দুই বাচ্চা বাসায় ছিল। তাদের সঙ্গে শুধু বাচ্চাদের দেখাশোনা করা আয়া ছিলেন। তিনি শব্দ শোনার পর আমার স্ত্রী ও নিরাপত্তারক্ষীদের জানান। ধাক্কাটা কাটিয়ে উঠতে তার কয়েক দিন লেগেছে। তবে স্বস্তির বিষয় হল বাচ্চাদের কিছু হয়নি।”