ক্ষমা চাইলেন গাভাস্কার
সাদাকালো নিউজ
অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ছাড়েন তিনি। কিংবদন্তি এ খেলোয়াড়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দুঃখ প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার।
থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ৫২ বছর বয়সী ওয়ার্ন। সেখান থেকেই তার হঠাৎ পৃথিবী ছাড়ার খবর আসায় শোকস্তব্ধ হয় ক্রিকেট বিশ্ব। এখনো তার শেষকৃত্য সম্পন্ন হয়নি।
এর মধ্যেই ভারতীয় এক সংবাদমাধ্যমকে গাভাস্কার বলেছেন, ওয়ার্নকে সর্বকালের সেরা মনে করেন না তিনি। বরং সে তুলনায় শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও ভারতীয় স্পিনারদের অনেক এগিয়ে রাখেন তিনি। কারণ ভারতের বিপক্ষের ম্যাচ গুলোতে ওয়ার্নের রেকর্ড খুবই সাদামাটা।
সুনীল গাভাস্কারের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী ও বোদ্ধারা।
সোমবার সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে গাভাস্কার বলেন, ‘তুলনা বা মূল্যায়ন করার সঠিক সময় এখন নয়। সেই সময় আমার এসব প্রশ্ন এড়িয়ে যাওয়া উচিত ছিলো। ওয়ার্ন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সেরাদের একজন। তবে আমাকে যখন প্রশ্নটি করা হয়েছিল আমি চেষ্টা করেছিলাম শুধু সৎভাবে উত্তরটি দিতে।’