কে এই লেডি তালেব রবিন লিংকন রাফেল?
সাদাকালো নিউজ ডেস্ক
রবিন লিংকন রাফেল। বয়স ৭৪ বছর। দুই বার বিয়ে করেছেন। টিকেনি একটাও। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’ এর উচ্চপদে ছিলেন। দক্ষিণ-মধ্য এশিয়ায় বিভিন্ন বিষয়ের দেখভালের দায়িত্বও তার ওপরই ন্যস্ত করেছিলো সংস্থাটি।