কে এই মুফতি মাহমুদুল গুনবী?
সাদাকালো নিউজ ডেস্ক
কয়েক দিন নিখোঁজের পর র্যাবের হাতে গ্রেপ্তার বিত;র্কিত বক্তা মাহমুদুল হাসান গুনবী। স্বাভাবিকভাবেই তার পরিচয় জানতে আগ্রহী অনেকে। র্যাব বলছে, ১৫ই জুলাই রাতে ঢাকার শাহ আলী বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ জ;ঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সঙ্গে জড়িত। পাশাপাশি সংগঠনটির একজন ‘আধ্যাত্মিক’ নেতা।