কে এই বাংলাদেশি এলাহান উদ্দিন? মঙ্গল গ্রহে কেন জমি কিনলেন?
রাকিব হাসান
চাঁদের জমি কেনাবেচার খবর এখন বেশ পুরনো। নতুন নয় মঙ্গল গ্রহে জমি কেনার কথাও। তবে এবারই প্রথম কোন বাংলাদেশি জমি কিনেছেন মঙ্গল গ্রহে।
ব্যক্তিটির এলাহান উদ্দিন। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে মঙ্গল গ্রহে জমি কেনার বিষয়টি নিশ্চিত করেছেন এলাহান নিজেই।
নিজের ছবির সঙ্গে মঙ্গল গ্রহে কেনা জমির দলিলের ছবি দিয়ে তিনি জানান, তাঁর কেনা জমির পরিমাণ এক একর। তিনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে জমি কিনেছেন, সেই একই কোম্পানি, ডেনিস হোপের কাছ থেকে জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ, জিমি কাটার এবং রোনাল্ড রিগ্যান।
জমি কেনার কারণ জানিয়ে এলাহান লিখেছেন, যেহেতু বিখ্যাত বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ নিয়ে গবেষণায় কাজ করেন, তাদের মাধ্যমে বাংলাদেশের নাম বিশ্ব গবেষণায় ছড়িয়ে দিতেই আমার জমি কেনা। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মত মঙ্গল গ্রহেও একদিন পা রাখবে বাংলাদেশিরা। সেই বাংলাদেশিদের গবেষণার জন্য উৎসর্গ করা হবে এই জমি।
ঠিক কত টাকায় জমি কিনেছেন সে তথ্য প্রকাশ করেননি এলাহান। লিখেছেন, একদম পানির দামে। তবে গত বছরের আগস্টে ভারতের হুগলির শ্রীরামপুরের বাসিন্দা শৌনক দাস এলাহানের সমপরিমাণ— এক একর জমি কেনেন মঙ্গল গ্রহে। তাঁর খরচ হয় ভারতীয় মুদ্রায় তিন হাজার রুপি। সেই হিসাবে এলাহানের খরচ বাংলাদেশি মুদ্রায় সোয়া চার হাজার টাকার বেশি হবে না।
জানা গেছে, লালমনিরহাটের ছেলে এলাহান উদ্দিন একটি বেসরকারি বিশ্বিবিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বর্তমানে ব্যবসার সাথে যুক্ত এলাহান। তথ্যপ্রযুক্তি সেবা খাতের প্রতিষ্ঠান হোস্টকোডিং এবং ই-কমার্স প্রতিষ্ঠান দেশ হাটের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। তবে, তাঁর ব্যবসায়ী কিংবা তথ্যপ্রযুক্তিবিদ হয়ে ওঠার পথটা মসৃণ ছিল না। উচ্চ মাধ্যমিক পর্যন্ত কম্পিউটার চালানোই শিখতে পারেননি এলাহান।
২০০৯ সালের দিকে অনলাইন জগতের সাথে পরিচিত হন এলাহান। সেসময় আউটসোর্সিংয়ের কাজে হাত পাকান। ২০১১ সালে ছোট পরিসরে শুরু করেন অনলাইন হোস্টিংয়ের ব্যবসা। ব্যবসা শুরুর এক বছর পর থেকে আর পেছনে তাকাতে হয়নি এলাহানকে। নিজের অবস্থান বদলের জন্য তিনি কৃতিত্ব দেন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনাকে।
ব্যবসার পাশাপাশি এলাহান যুক্ত আছেন রাজনীতিতেও। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তিনি। দায়িত্ব পালন করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের তথ্যপ্রযুক্তি উপদেষ্টা হিসেবেও।
এলাহানের আরেক পরিচয় নাট্যকার ও অভিনেতা। আরেক ফাল্গুন নামে একটি নাটকের চিত্র্যনাট্য লিখেছেন তিনি। সেই সঙ্গে অভিনয় করেছেন মিসড কল নামে একটি চলচ্চিত্রেও। এতে হোয়াইট ডাক্তার নামে একটি কৌতুক চরিত্রে অভিনয় করেন তিনি।