কে এই জাহিদুল ইসলাম টিপু?
সাদাকালো নিউজ
হস্পতিবার রাতে প্রকাশ্য রাস্তায় শত্রুর আক্রমণে পৃথিবী থেকে চিরবিদায় নেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।
৫৪ বছর বয়সী টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওই এলাকার নারী কাউন্সিলর। শাহজাহানপুরেই তাদের বাসা।
২০১৩ সালের ২৯ জুলাই রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কীকাণ্ডে অভিযুক্ত ছিলেন টিপু। সেই অভিযোগ থেকে রেহাই পাওয়ার পর রাজনীতি থেকে সরে দাঁড়ান টিপু। এরপর থেকে স্ত্রী ডলি কাউন্সিলর হলে তার মাধ্যমেই নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন টিপু।
টিপুর দুই মেয়ে, এক ছেলে। বড় মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন টিপু।
টিপু সম্পর্কে বন্ধু মিজানুর রহমান মিরাজ বলেন, ‘টিপু আর আমি বাল্যবন্ধু। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। একসময় বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল টিপু, কিন্তু এখন আস্তে আস্তে রাজনীতি থেকে দূরে। শুধু ব্যবসা নিয়ে ছিল।’
বন্ধুর এভাবে চলে যাওয়ায় দীর্ঘশ্বাস ফেলে মিরাজ বলেন, ‘টিপুর একটা ভালো কাজ ছিল, দুইশ পরিবারকে চাল-ডালসহ নিত্যপণ্য দিয়ে সবসময় সহযোগিতা করত।’
টিপুর গ্রামের বাড়ি ফেনী জেলা সদরের ফতেপুর ইউনিয়নে। টিপুকাণ্ডে রাজনৈতিক পূর্বশত্রুতা কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বকে মূল কারণ হিসেবে ধারনা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং পরিবারের সদস্যরা।