কে এই কামরুন নাহার মুকুল?
সাদাকালো নিউজ ডেস্ক
একটি অডিও ফাঁসের ঘটনায় হঠাৎ করেই আলোচনায় কামরুন নাহার। তিনি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। খুলনা বিভাগে জন্ম কামরুন নাহারের। ডাকনাম মুকুল। উচ্চ মাধ্যমিক শেষ করেছেন সাতক্ষীরার নবারুন গার্লস হাই স্কুলে। ১৯৯৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ভিকারুননিসার আগে ছিলেন মিরপুরের দুয়ারিপাড়া কলেজের অধ্যক্ষ।