কে এই এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর?
সাদাকালো নিউজ
রানি দ্বিতীয় এলিজাবেথ। পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের বার্কলে স্কোয়ারের কাছে একটি বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন ষষ্ট জর্জ, মা এলিজাবেথ বোয়েস।
১৯৩৬ সালে রাজা অষ্টম এডওয়ার্ডের পদত্যাগের পর, এলিজাবেথের বাবা ব্রিটেনে রাজার আসনে বসেন। এলিজাবেথ ছিলেন রাজা জর্জের প্রথম সন্তান। এ কারণে ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধীকারী তিনিই হবেন বলে ঠিক করা হয়। তবে এলিজাবেথ এবং তার বোন মার্গারেটের প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হয় ঘরোয়া পরিবেশে।
১৯৪০ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ প্রথমবারের মতো রেডিও বিবিসিতে ভাষণ দেন। এরপর ১৯৪৩ সালে ১৬ বছর বয়সে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন। ১৯৪৫ সালে তিনি রাজকীয় পরিবারের প্রথম নারী হিসেবে সামরিক বাহিনীতে প্রশিক্ষণের জন্য যান। সেখানে তিনি লরি চালানো এবং এর মেরামতের কাজ শিখেন।
এরিমাঝে ১৯৪৭ সালে রানির জীবনসঙ্গী হয়ে আসেন প্রিন্স ফিলিপ মাউন্টব্যাটেন। গ্রীসের রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন প্রিন্স ফিলিপ। তবে রানি এলিজাবেথের জন্য যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করতে হয় তাকে। একিসঙ্গে পরিবর্তন করতে হয় নামও। এই দম্পতির ঘর আলো করে আসে চারটি সন্তান।
তবে কুইন এলিজাবেথের কুইন হওয়ার গল্পতে ছিলো কষ্ট। যেদিন তাঁর মাথায় রানির মুকুট পড়ানো হয়, সেদিন তাঁর জীবনে ঘটে যায় একটি বেদনাদায়ক ঘটনা। সেদিন রানির বাবা না ফেরার দেশে পাড়ি জমান।