কে এই অভিষেক চট্টোপাধ্যায়?
নাফিজা আক্তার
সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। কয় দিন ধরে সামান্য অসুস্থ ছিলেন, ডায়রিয়ায় ভুগছিলেন। গতকাল বুধবার এক রিয়েলিটি শোতে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। এ অভিনেতার প্রয়াণে শোকের ছায়া পরিবার ও টলিপাড়ায়।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। গতকাল রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার বমি করেন তিনি। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু তাতে রাজি হননি।
অভিনেতা বলেন, বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইনও দেয়া হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি।
বর্তমানে বাড়িতেই রয়েছে ছোট ও বড় পর্দার সুপরিচিত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের দেহ। সেখানেই শেষবারের মতো অভিনেতাকে এক পলক দেখার আশায় ছুটে যাচ্ছেন সহকর্মীরা।