কেমন মানুষ মোল্লাহ বারাদার?
সাদাকালো নিউজ ডেস্ক
দীর্ঘ ২০ বছর পর কাবুল বিজয় করেছে মোল্লাহ বারাদারের দল তালেবান। আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন এই গোষ্টির হাতে। কাবুল জয়ের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে, কেমন মানুষ এই মোল্লাহ আব্দুল গনি বারাদার? কীভাবে তার এই উত্থান? ক্ষমতা হাতে পেলে কীভাবে তিনি আফগানিস্তান চালাবেন?
আফগানিস্তানের রাজনীতি নিয়ে কাজ করেন এমন বিশ্লেষকরা বলছেন, মোল্লাহ আব্দুল গনি কঠোর হাতে আফগানিস্তান শাসন করবেন। খুব শক্ত মনের মানুষ তিনি, খুবই প্রভাবশালী নেতা।
জানা যায়, উগ্রবাদী মামলায় দীর্ঘ আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন বারাদার।কিন্তু তাতে একটুও ভেঙ্গে পড়েননি।
তরুণ বয়স থেকেই যুদ্ধ করছেন বারাদার। প্রথমে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে, তারপর সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর ছড়িয়ে পড়া গৃহযুদ্ধে অন্য প্রতিপক্ষের বিরুদ্ধে।
২০০১ সালে আফগানিস্তান থেকে তার দল উৎখাতের পর পাকিস্তানে আশ্রয় নেন। সেখানেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের ভয়ে পালিয়ে বেড়াতে হয়েছে তাকে। আটক হয়ে কারাগারে থাকতে হয়েছে আট বছর।
আপাতদৃষ্টিতে যে মানুষটি এখন ঠাণ্ডা মাথার একজন কূটনীতিক মনে হলেও, তার আড়ালে রয়েছে দীর্ঘ লড়াইয়ে পোড় খাওয়া শক্ত একজন যোদ্ধা। তালেবানের ভাষায় মুজাহিদিন।
যিনি আবার দোহায় বসে নানা দেশের সরকারের সাথে আপোষ মীমাংসাও করছেন। সফর করছেন এক দেশ থেকে আরেক দেশও।