কেমন আছেন করোনায় আক্রান্ত নায়িকা শাবনাজ?
রাকিবুল ইসলাম
নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন নন্দিত এই অভিনেত্রী। হঠাৎ করে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে করোনায় আক্রান্ত হলেও শাবনাজের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন নায়িকার স্বামী ও একসময়ের জনপ্রিয় অভিনেতা নাঈম। তিনি এও জানান, শাবনাজের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। তার অক্সিজেন লেভেলও স্বাভাবিক আছে। চিকিৎসকরা আশা করছেন, চিকিৎসা ঠিকমতো হলে আবার আগের মতো সবার মাঝে ফিরে আসবে শাবনাজ।
গত ১৫ দিনে দুইবার করোনা পরীক্ষা করানো হয় এই নায়িকার। প্রথমে নেগেটিভ ফল এলেও দ্বিতীয়বার পজিটিভ ফল আসে বলে জানান চিত্রনায়ক নাঈম। এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘আমি ও শাবনাজ দুজনই বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলাম। গতকাল সকালে হাসপাতালে কোনো বেড পাইনি। অবশেষে সন্ধ্যায় তাকে ভর্তি করাতে পেরেছি।’
অভিনেতা বলেন, ‘টাঙ্গাইল থেকে সর্দি-কাশি নিয়ে ফেরার পর পরিবারের সকলের কোভিড পরীক্ষা করা হয়। তাতে শাবনাজের ফল প্রথমে নেগেটিভ ছিল। পরে শাবনাজের ঠাণ্ডার মাত্রা বেড়ে গেলে ফের পরীক্ষা করা হয়। তখন রিপোর্ট পজিটিভ আসে।’
১৯৯১ সালে খ্যাতিমান পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ ছবির মাধ্যমে একসঙ্গে চলচ্চিত্রে পা রাখেন নাঈম ও শাবনাজ। ক্যারিয়ারে তারা জুটি বেঁধে ২১টির মতো ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ও ‘ঘরে ঘরে যুদ্ধ’।
একসঙ্গে দীর্ঘদিন কাজ করতে করতেই একে-অন্যের প্রেমে পড়েছিলেন নাঈম-শাবনাজ। নব্বইয়ের দশকে তাদের এই সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হতো। তারা বিয়ে করবেন- এমন গুঞ্জনও ছড়িয়েছিল। ১৯৯৪ সালের ৫ অক্টোবর সেই গুঞ্জনকে সত্যি করে প্রথম ছবির নায়ক নাঈমকে পাকাপাকিভাবে জীবনসঙ্গী করে নেন সে সময়কার অন্যতম সুন্দরী নায়িকা শাবনাজ।
২৭ বছরের দাম্পত্য জীবনে দুই মেয়ের অভিভাবক নাঈম-শাবনাজ। ১৯৯৯ সালের দিকে অভিনয়কে বিদায় জানানোর পর বর্তমানে তাদের জীবিকার মাধ্যম ব্যবসা। পাশাপাশি গ্রামের বাড়িতে কৃষিকাজ ও মাছ চাষ করেও বেশ ভালো টাকা আয় করেন নাঈম-শাবনাজ। কয়েকদিন আগে তেমনই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
ওই ছবিগুলোর একটিতে দেখা যায়, চাষীদের সঙ্গে নিজের ক্ষেতে কাজ করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। আরেকটি ছবিতে তাকে জেলেদের সঙ্গে পুকুর থেকে মাছ ধরতে দেখা যায়। এসব দৃশ্য দেখে তারকা-দম্পতিকে প্রশংসায় ভাসিয়ে দেন নেটজনতা।