কেন সিনেমা ছেড়েছিলেন লারা দত্ত?
রাকিবুল ইসলাম
বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন লারা দত্ত। কখনও সিরিয়াস, কখনও কৌতুক চরিত্রে তাঁকে দেখা গেছে। বি-টাউনের প্রথম সারির সব অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন এই নায়িকা। তার করা বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সফলও হয়। তবে হঠাৎ করেই বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অভিনেত্রী!
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে লারা দত্তের ওয়েব সিরিজ ‘কৌন বনেগি শিখরবতী’। এই সিরিজে লারাকে দেখা যাবে সোহা আলি খানের সঙ্গে। তবে কি কারণে নায়িকা বলিউড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সে ব্যাপারে গণমাধ্যমের সামনে খোলামেলা কথা বলেছেন।
লারা বলেন, ‘নায়কের প্রেমিক বা স্ত্রীর চরিত্রে অভিনয় করতে করতে হাপিয়ে উঠেছিলাম। আমি যখন অভিনয়ে ছিলাম সে সময় বলিউডে নায়িকার চরিত্র থাকতো শুধুমাত্র গ্ল্যামার বাড়ানোর উদ্দেশ্যে। তাদরে ভূমিকা হতো নায়কের সুন্দরী প্রেমিকা বা স্ত্রী হওয়া। এটা করতেই বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই ছবি করা কমিয়ে দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘ভাগ্যিস কিছু কমেডি ছবিতে কাজ করেছিলাম। এজন্য সফলতা পেয়েছি। বলিউডে ওটুকুই আমার ভালো স্মৃতি। তাছাড়া সেই সময়ে আমার মেয়ে জন্ম নিয়েছিলো। তাকেও সময় দেয়ার প্রয়োজন ছিলো। তাছাড়া একি চরিত্রে অভিনয় করে বিরক্ত ছিলাম। তাই কিছুটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করেছি।’
লারা দত্ত গত দেড় বছরে যত কাজ করেছেন, আগের ছয় বছরে তার চেয়ে খুব কমই কাজ করেছেন। বর্তমানে ওটিটিতে ফিরে এক একটি সিরিজে এক এক রকম স্বাদের চরিত্রে অভিনয় করছেন তিনি।
২০০০ সালে মিস ইউনিভার্সের শিরোপা জেতেন লারা দত্ত। ২০০৩ সালে অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘আন্দাজ’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন অভিনেত্রী। এরপর ‘বিল্লু’, ‘ভাগরাম ভাগ’, ‘নো এন্ট্রি’, ‘হাউসফুল’ এর মতো জনপ্রিয় সিনেমায় দেখা যায় তাকে। তবে কমেডি সিনেমায় ভালো অভিনয়ের জন্য দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নেন তিনি।
ওটিটি প্ল্যাটফর্মে ‘হানড্রেড’-এ পুলিশ অফিসার, ‘হিকাপস অ্যান্ড হুকআপস’-এ একাকী মা, ‘কৌন বনেগি শিখরবতী’তে এক পাগলা রাজার কন্যা- চরিত্রে অভিনয় করতে দেখা গেছে লারা দত্তকে।