কেন জীবনে কোনো নির্বাচনই করবেন না ডিপজল?
রাকিব হাসান
মনোয়ার হোসেন ডিপজল। অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী—অনেক পরিচয়ে তার পরিচিতি। দর্শক হৃদয়ে জায়গা আছে তার। তবে, আলোচনা সমালোচনাও কম নয়।
রাজনৈতিক সহিংসতা, অস্ত্র মামলা, ট্রাফিক পুলিশ পেটানোসহ নানা বিতর্কেরও জন্ম দিয়েছেন তিনি। চলতি বছর ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন ফরম তুলতে যান ডিপজল। কিন্তু তাকে ফিরতে হয় খালি হাতে। এরপর পরীমনির ঘটনায় নিরপেক্ষ অবস্থানে থেকে বক্তব্য দেন তিনি।
এর মাঝে কদিন ধরে গুঞ্জন চলছে, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অংশ নিচ্ছেন মনোয়ার হোসেন ডিপজল। জায়েদ খানের প্যানেলে নির্বাচন করতে যাচ্ছেন চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা।
কিন্তু এ গুঞ্জন সত্য নয় বলে জানিয়েছেন ডিপজল নিজেই। শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনই করবেন না বলে গণমাধ্যমকে জানান তিনি।
ডিপজল বলেন, তিনি নির্বাচন করবেন এমন খবর নিজেই জানেন না। তার সাথে কথা না বলে এমন খবর প্রকাশ হওয়ায় অবাক ডিপজল। বলেন, তার সাথে কথা বললে এমন গুঞ্জন ছড়াত না।
কিন্তু কেন নির্বাচন করবেন না? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, তার শরীরের অবস্থা ভালো নয়। ওপেন হার্ট সার্জারি করেছেন, কয়দিন আগে করেছেন চক্ষু অপারেশন । এসব কারণে এখন আর নির্বাচনের চিন্তা করেন না তিনি।
তিনি আরও জানান, শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনই করবেন না। সংসদ নির্বাচন করার কথা ভাবলেও সেখান থেকে সরে এসেছেন তিনি। এমনকি শরীল ভালো হলেও নির্বাচন করবেন না বলে জানান।
এখন বিশ্রামে থাকতে চান ডিপজল। বলেন, অনেক কাজ হয়েছে। এখন বিশ্রামে থাকা দরকার। । নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করে জীবন কাটাতে চান। পাশাপাশি ভালো লাগলে দু একটি ছবিও করবেন।
মনোয়ার হোসেন ডিপজল ১৯৫৮ সালের ১৫ই জুন ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। ১৯৮৬ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশা সান পিকচার্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।
প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও চাচ্চু চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। এ পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন ডিপজল।
ডিপজল ঢাকা ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন ১৯৯৪ সালে। তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন।
এছাড়া ডিপজল ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী।