কারিনার উপদেশ মেনেই শান্তিতে সাইফ
ওবায়দুল শেখ
নেটমাধ্যম থেকে নিজেকে দূরে রাখেন সাইফ আলি খান। ফেসবুক, ইনস্টাগ্রামেও কখনো দেখা যায় না তাকে। এর পেছনে আছে স্ত্রী কারিনা কাপূরের হাত। স্ত্রীর উপদেশ মেনেই নিজেকে এ সব থেকে দূরে রেখেছেন ‘ছোট নবাব’।
ট্রোলারদের লক্ষ্যের তালিকায় ‘সাইফিনা’-র নাম সবসময়ই বেশ উপরের দিকে। কখনো তাদের দুই সন্তানের নাম, কখনো আবার ‘তারকা-সন্তান’ তকমার জন্য নানা ধরনের ট্রোল-কটাক্ষ ধেয়ে আসে তাদের দিকে।
এক সময় নেটমাধ্যমে তাকে নিয়ে কী লেখা হচ্ছে, তার নিয়মিত খোঁজ রাখতেন সাইফ। নিজেকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য দেখলে তার মেজাজ খারাপ হত। তখনই কারিনা তাকে এই নজরদারি বন্ধ করার উপদেশ দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, তিনি আর এখন কোনো নেতিবাচক মন্তব্য পড়েন না। নেটমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। তাতেই শান্তিতে আছেন।
তিনি আরো বলেন, গুগল করে দেখতেন কবে কী বলেছিলেন। তার পর হয়তো এমন কিছু একটা পড়তেন, যাতে তার মন খারাপ হয়ে যেতো। তখনই তার স্ত্রী তাকে এই অভ্যাস ত্যাগ করার উপদেশ দেন।
কারিনার কথা মেনে নিয়েছেন সাইফ। নেটমাধ্যমে নিজেকে নিয়ে আর কোনো রকম খবর বা লেখা তিনি পড়েন না। সাইফ মনে করেন, নেটমাধ্যমের সাহায্য নিয়ে হিংস্রতা ছড়ানো খুবই সহজ। তাই সেখান থেকে দূরত্ব বজায় রাখাই ভালো মনে করেন তিনি।