কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ম্যাকডোনাল্ডস
সাদাকালো নিউজ
বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থায় চলছে কর্মী ছাঁটাই। গুগল, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও সম্প্রতি বহু কর্মী ছাঁটাই করেছে। এবার সেই তালিকায় যোগ হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ফাস্ট-ফুড চেইন ম্যাকডোনাল্ডসের নামও।
মার্কিন এই বার্গার চেইন প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যুক্তরাষ্ট্রে তাদের সকল অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে। সোমবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ম্যাকডোনাল্ডস যুক্তরাষ্ট্রে তাদের সকল অফিস সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে বলে এক রিপোর্টে জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। কোম্পানির বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসাবে কর্পোরেট কর্মীদের ছাঁটাই সম্পর্কে অবহিত করার প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।
ঠিক কত জন কর্মীকে ছাঁটাই করা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সংস্থাটি গত সপ্তাহে তাদের মার্কিন কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানিয়েছে, এই সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে হবে তাদের। যাতে সংস্থাটি কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে পারে। ম্যাকডোনাল্ডস সিদ্ধান্ত নিয়েছে, আগামী বুধবারের মধ্যে ছাঁটাইয়ের ঘোষণা করা হবে।