কন্যা সন্তানের মা হয়েছেন পপি, বাবা হলেন কে?
রাকিবুল ইসলাম
কন্যাসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নায়িকার বেশ কয়েকজন ঘনিষ্ট প্রযোজক, পরিচালক ও সহশিল্পী। তবে কেউই পপির বিয়ে, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম হওয়ার সময় নিয়ে কিছু বলতে চাইছেন না। এ বিষয়ে তারা মুখে তালা দিয়ে রেখেছেন।
বহুদিন ধরে নিরুদ্দেশ রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়িকা। কোথাও তার দেখা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মোবাইলেও তাকে পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে শোনা গিয়েছিলো ষাটোর্ধ্ব বিবাহিত এক প্রকৌশলীকে গোপনে বিয়ে করেছেন পপি! স্বামীর দেয়া ফ্ল্যাটে আত্মগোপনে আছেন তিনি! এরপর গুঞ্জন উঠে এক মালয়েশিয়া প্রবাসীকে বিয়ে করেছেন পপি!
এসব গুঞ্জন এখন অনেক পুরোনো। বর্তমানে চলচ্চিত্র পাড়ার অলিতে গলিতে এখন নতুন গুঞ্জন, মা হয়েছেন পপি।
বর্তমানে শোবিজ পাড়া সরগরম শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। এর আগে ২০১৭ সালে ফেরদৌস, রিয়াজ, পূর্ণিমা, রোজিনা, আলিরাজদের সঙ্গে নির্বাচন করে জয়ী হয়েছিলেন পপি। গুঞ্জন ছিলো এবার ইলিয়াস-নিপুণ প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন পপি।
কিন্তু নির্বাচনতো দূরে থাক এই নায়িকার দেখাই মিলছে না। এদিকে পপির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ঢাকাতেই আছেন পপি। বিয়ে করে তিনি সংসারী হয়েছেন। এ কারণে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন।
জানা গেছে, গর্ভবতী অবস্থায় মালয়েশিয়া গিয়েছিলেন পপি। সেখানেই তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খুব তাড়াতাড়ি স্বামী-সন্তানসহ দেশে ফিরে আসবেন অভিনেত্রী পপি।