কঙ্গনা রানাওয়াত খবরে থাকতেই কী এসব করেন?
সাদাকালো নিউজ ডেস্ক
আলোচিত-সমালোচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। লাগামহীন মন্তব্যে বরবারই খবরের শিরোনামে থাকেন তিনি।কখনও ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করে সমালোচিত হন। কখনও নির্বাচনে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ করে ঝড় তুলেন এই অভিনেত্রী।
আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে সমস্যায় পড়েছেন তিনি।এবার তার ইনস্টা অ্যাকাউন্টে হ্যাকার হানার খবরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে নেটপাড়ায়।
টুইটার থেকে আজীবনের মতো নির্বাসিত হওয়ার পর মতামত প্রকাশে ইনস্টাগ্রামই এ অভিনেত্রীর অবলম্বন। তবে এবার সেই অ্যাকাউন্টেও থাবা। কঙ্গনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আফগানিস্তান নিয়ে বেশ কিছু স্টোরি পোস্ট করেন। তালেবানদের নিয়ে পোস্ট করায় ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে বলে দাবি করেছেন কঙ্গনা। একইসঙ্গে এই কাণ্ডের পিছনে বড় আন্তর্জাতিক মানের ষড়যন্ত্রীদের হাত দেখছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চাঞ্চল্যকর মন্তব্য করেন কঙ্গনা। কঙ্গনা জানান, তার ইনস্টাগ্রামে একটি স্টোরি আপলোড করেছিলেন। সেই স্টোরি নাকি চীন থেকে কেউ অপারেট করার চেষ্টা করছিলেন। পরে সেই স্টোরি নিজে থেকেই ডিলিট হয়ে যায়।
আফগানিস্তানে তালিবানদের শাসন নিয়েও একটি স্টোরি আপলোড করেছিলেন তিনি। সেটিও নাকি উধাও হয়ে যায় মুহূর্তে। বাধ্য হয়ে বোন রঙ্গোলি চান্দেল এর ফোন থেকে নিজের অ্যাকাউন্ট খোলেন কঙ্গনা।