এবার নিপুণ আউট জায়েদ ইন
নাফিজা আক্তার
বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন উচ্চ আদালত। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
৭ ফেব্রুয়ারি বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান সাংবাদিকদের বলেন, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যুতে হাইকোর্টে ন্যায়বিচার পেয়েছি। হাইকোর্টের আদেশ আমার পক্ষে এসেছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের নামে বেশকিছু অনিয়মের অভিযোগ তুলেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নায়িকা নিপুণ। এর ফলে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। এর ফলে তিনি হারান পদ। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী ঘোষণা করেন।
তবে নিপুণের এই জয়কে মেনে নেননি নায়ক জায়েদ খান। তিনি দাবি করেছেন, এই আপিল বোর্ড অবৈধ। তাই তিনি আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে আসেন। এমনকি শপথগ্রহণ অনুষ্ঠানেও আসেননি গত দুই মেয়াদের এই সাধারণ সম্পাদক।
অবশ্য শপথ অনুষ্ঠানে সবচেয়ে বড় অবাক করার বিষয় হল- মিশা সওদাগর। কারণ জায়েদ প্যানেলের অন্যরা কেউ উপস্থিত না থাকলেও বিদায়ী সভাপতি হিসেবে মিশা সওদাগর শপথ অনুষ্ঠানে এসেছিলেন। তিনি এসে নতুন সভাপতিকে শপথও পাঠ করান।