এবার গুগল টিভি বাজারে আনল স্মার্ট টেকনোলজি
নিজেদের ব্র্যান্ডের গুগল টিভি উন্মোচন করেছে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। টেলিভিশন দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর শ্যামলীতে অবস্থিত সনি-স্মার্টের নিজস্ব বিক্রয় কেন্দ্রে স্যাফরন কেক কেটে নতুন এই গুগল টিভি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন নতুন এই গুগল টিভি উন্মোচন করেন। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ওভারসিজ বিজনেস হেড মিস নুরুল আইন ওমর, সনি-স্মার্ট মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান।
এসময় তানভীর হোসেন বলেন, আমাদের দৈনন্দিন বিনোদনের চাহিদা পুরণে একসময় টেলিভিশনের গুরুত্ব ছিলো ব্যাপক। কিন্তু প্রযুক্তির ছোঁয়া এবং স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ায় এর জনপ্রিয়তা কমে গিয়েছিলো। তবে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির সংমিশ্রণ টেলিভিশন তার হারানো জৌলুস ফিরে পেতে চলেছে। যার পেছনে অন্যতম কারিগর হিসেবে গুগলের প্রভাব অপরিসীমই বলা যায়। কারণ গুগল অপারেটিং সিস্টেমই পুরোনো টেলিভিশনগুলোকে আধুনিকায়ণ করে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে নিচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বাসায় একটা স্মার্ট টিভি নেই এমন পরিবারের সংখ্যা কিন্তু একদমই হাতেগোনা। আর সেই দৌড়ে পাল্লা দিচ্ছে কার টিভি কত বড় আর কত স্মার্ট। সেই দৌড়ে অংশ নিতেই দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরাও গুগলের সঙ্গী হয়েছি। আজ থেকে সারাদেশের সনি-স্মার্টের শোরুমগুলোতে পাওয়া যাবে আমাদের স্মার্ট-গুগল টিভি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের ৭টি স্ক্রিন সাইজের টিভিই ফোরকে রেজ্যুলেশনের। যার মাধ্যমে উপভোগ করা যাবে আরও উজ্জ্বল ও ঝকঝকে ছবি।
অনুষ্ঠানে নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন উপলক্ষে উপহারের পাশাপাশি আকর্ষণীয় মূল্যসহ নতুন অফার ঘোষণা করে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী বলেন, আমাদের গ্রাহকরা নিশ্চিত উপহার হিসেবে প্রতিটি স্মার্ট-গুগল টিভির সঙ্গে একটি স্মার্ট পাওয়ার ব্যাংক পাবেন। এছাড়াও প্রতিটি টিভিতে থাকছে লঞ্চিং স্পেশাল প্রাইজ এবং প্রতিটি স্মার্ট-গুগল টিভি ক্রেতারা বিনা সুদে ৬ মাসের ইএমআইতে ৪টি ভিন্ন কনফিগারেশনের ১৬ দশমিক ৬ ইঞ্চির স্মার্ট ফ্লেয়ারেজ ল্যাপটপ ক্রয়ে বিশেষ সুবিধা পাবেন। যেমন মাত্র ৭৫০০ টাকায় কোর আই থ্রি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন গ্রাহকরা।
তিনি আরও বলেন, নতুন অফারে গুগল-স্মার্ট টিভির ৫৬,৯০০ টাকা মূল্যের ৪৩ ইঞ্চির দাম ৩৯,৯০০ টাকা, ৬৮,৯০০ টাকা মূল্যের ৫০ ইঞ্চির দাম ৪৯,৯০০ টাকা, ৮১,৯০০ টাকা মূল্যের ৫৫ ইঞ্চির দাম ৫৯,৯০০ টাকা, ১০৬,৯০০ টাকা মূল্যের ৬৫ ইঞ্চির দাম ৭৯,৯০০ টাকা, ১৭৫,৯০০ টাকা মূল্যের ৭৫ ইঞ্চির দাম ১২৯,৯০০ টাকা, ২৫১,৯০০ টাকা মূল্যের ৮৫ ইঞ্চির দাম ১৫৯,৯০০ টাকা এবং ৬২৯,৯০০ টাকা মূল্যের ১০০ ইঞ্চির দাম ৪৪৯,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই মূল্য শুধুমাত্র অফার চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য বলেও জানান তিনি।
নতুন এই স্মার্ট-গুগল টিভি উন্মোচন অনুষ্ঠানে সনি-স্মার্টের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক ও কর্মচারীগণ এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।