এবার এক অসম প্রেমে জেনিফার
সাদাকালো নিউজ
প্রেম কখন কার জীবনে আসে তা বোঝা মুশকিল। ঠিক যেমনটা ঘটেছে হলিউড তারকা অভিনেত্রী জেনিফার লরেন্সের ক্ষেত্রে। এক অসম প্রেমে জড়িয়ে পড়েছেন তিনি। তবে বাস্তবে নয়। আসন্ন সিনেমা ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায় তাকে এমন অসম প্রেমে দেখা যাবে। জেনে স্টুপিনিস্কির পরিচালনায় চলতি বছরের জুনের ২২ তারিখে সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমাটিতে ম্যাডি চরিত্রে অভিনয় করবেন লরেন্স। যে তার ছোটবেলার বাড়ি বাঁচাতে গিয়ে ১৯ বছরের এক তরুণের প্রেমে পড়েন। তার প্রমিক একটু অন্তর্মুখী স্বভাবের হওয়ায় বেশ বিপাকে পড়ে যান তিনি। পরে তাদের এমন প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায় কি না, তা নিয়ে এগিয়ে যায় কমেডি ঘরানার সিনেমাটির গল্প।
এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। দর্শক তা দেখে প্রশংসা করেছে। এখন সিনেমা মুক্তির পর কেমন সাড়া ফেলে তা সময় বলবে।
ছবিতে জেনিফার লরেন্স ছাড়াও আরও অভিনয় করেছেন নাটালি মোরেলস, এন্ড্রু বাথ, লরা বেনেত্তি প্রমুখ। সিনেমাটি ২২ জুন ভারতেও মুক্তি পাচ্ছে।