ঈদের ছুটি শেষেও ফাঁকা ঢাকা
সাদাকালো নিউজ
ঈদুল ফিতর উপলক্ষ্যে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছিলেন। তাদের মধ্যে কিছু মানুষ ঢাকা আসতে শুরু করেছেন। কিন্তু ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে যারা তিলোত্তমা এই রাজধানী ছেড়েছিলেন তাদের অনেকেই এখনো গ্রামের বাড়িতেই অবস্থান করছেন। আর তাই ঢাকা এখনো অনেকটাই ফাঁকা। রাস্তায় নেই চিরচেনা সেই যানজট আর মানুষের ছুটোছুটি।
ঈদের ষষ্ট দিন রোববার পর্যন্ত ঢাকায় ফিরেছেন সল্প সংখ্যক মানুষ। আর তাই জনসমাগমের নগরী ঢাকা এখন অনেকটাই অচেনা। অনেক প্রধান প্রধান রাস্তায় এখনো চলছে রিকশা। চার দিকে এখনো ঈদের ছুটির আমেজ আছে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে অফিস-আদালতে কর্মব্যস্ততা বেড়েছে। তবে এখনো ঢাকা যেন ফাঁকা। ধীরে ধীরে রাজধানী ঢাকা ফিরবে তার চিরচেনা রূপে।
এদিকে সড়কে যানজট না থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছার বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে।
গত দুই বছর করোনা মহামারির কারণে ঈদে অনেক মানুষ গ্রামের বাড়ি ও ঢাকার বাইরে ঘুরতে যেতে পারেননি। সেদিক থেকে এবারের ঈদ নিয়ে এসেছিল নতুন বারতা। ফলে মানুষ মনের আনন্দে গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটাতে যান।
ঈদ-পরবর্তী সময়ের শুরুর তুলনায় রাজধানীর সড়কে কিছু মানুষের চলাচল বেড়েছে। ঢাকায় ঢুকতে শুরু করেছেন অনেকেই। কিন্তু অনেকেই এখনো ঢাকার বাইরে আছেন বলে কার্যত ঢাকা শহর ফাঁকা।