ইমরান খানের ভাগ্যনির্ধারণ ইফতারের পর
সাদাকালো নিউজ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৮ টায় ইফতারের পর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।
শনিবার অধিবেশন শুরুর কিছুক্ষণ পরে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করেছেন স্পিকার আসাদ কায়সার। তারপর নামাজের বিরতি দেয়া হয়। নামাজের পরও অধিবেশন শুরু হয়নি। পরে ইফতারের পরে ভোটাভুটি হওয়ার কথা জানানো হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, ক্ষমতাসীন জোট পিটিআই এর নেতৃবৃন্দ ইচ্ছাকৃতভাবে অধিবেশনে কালক্ষেপণ করছেন। শনিবারের অধিবেশনে প্রধানমন্ত্রী ইমরান খান অনুপস্থিত ছিলেন। তবে তিনি অধিবেশনে উপস্থিত হবেন কিনা তা জানা সম্ভব হয়নি।
সকালে অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর স্পিকার বিরোধী দলনেতা শাহবাজ শরিফকে কথা বলার অনুমতি দেন। কিন্তু তিনি কথা বলা শুরু করার পরপরই ক্ষমতাসীন জোট পিটিআই এর অনেক সদস্য উচ্চস্বরে কথা বলা শুরু করেন। তখন শাহবাজ সংবিধান অনুসারে পার্লামেন্টের অধিবেশন পরিচালনার জন্য স্পিকারকে আহ্বান জানান।
পরিস্থিতি শান্ত হলে শাহবাজ তার বক্তব্যে বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হবে। তিনি ৭ এপ্রিলকে পাকিস্তানের ইতিহাসে ‘সবচেয়ে ঐতিহাসিক দিন’ হিসেবে উল্লেখ করেন।