ইমরান খানের প্রেমে পড়েছিলেন যেসব তারকা
সাদাকালো নিউজ
সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ার হারিয়েছেন ইমরান খান। পরিচয়ের সঙ্গে জুড়ে গিয়েছে প্রাক্তন শব্দটি। ক্রিকেটার হিসেবে তিনি যেমন খ্যাতিমান ছিলেন, তেমনি ছিলেন নানা কারণে আলোচিত। বলিউডের বেশ কজন অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের কাহিনি এখন বলিউডেই নতুন করে আলোচিত হচ্ছে। কারা তাঁরা?
রাজনীতিক ইমরানের জীবনে এসেছিলেন একাধিক নারী। কেউ প্রেমিকা হিসেবে, আবার কেউ স্ত্রী হিসেবে। তাঁদেরই একজন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা। শোনা যায়, বিয়েও নাকি প্রায় নিশ্চিত হয়েছিল দুজনের।
ক্লাব থেকে শুরু করে রেখার বাড়িতেও দেখা যায় তাদের। একটি সংবাদপত্রেও তাদের সম্পর্ক নিয়ে লেখা হয়। এমনকি রেখার মাও চাইতেন ইমরানকে বিয়ে করুক রেখা। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি, বিয়েটাও হয়নি তাঁদের।
শোনা যায়, অভিনেত্রী মুনমুন সেনকেও ভীষণ পছন্দ করতেন ইমরান। যদিও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবু তাঁর কোনো এক দুর্বল মুহূর্তের মন্তব্যে সেটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
বলিউডের আরেক অভিনেত্রী শাবানা আজমির সঙ্গেও ইমরানের ঘনিষ্ঠতা নিয়ে একসময় আলোচনায় মেতেছিল বলিউড। আর সেই জল্পনাকল্পনা কখনো উড়িয়ে দেননি শাবানা বা ইমরান। আজও তাই শাবানা-ইমরানের সম্পর্ক এক রহস্য।
সত্তরের দশকের বলিউডের এক সাহসী নায়িকা জিনাত আমান। তাঁর সঙ্গেও ইমরানের প্রেম নিয়ে আলোচনা শোনা যেত। সে বছরই নাকি ইমরানের নামের সঙ্গে ‘প্লেবয়’ শব্দটি জুড়ে গিয়েছিল।