আরেফিন শুভ কী আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন?
ওবায়দুল শেখ
চলচ্চিত্র জগতের পরিচিত মুখ ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত তারকা আরেফিন শুভ। হাজারো মানুষের আইডল তিনি । স্বাস্থ্য সচেতন এই তারকা নানা সময়ে দিয়েছেন ফিট থাকার পরামর্শ । সেই সাথে কথা বলেছেন ছেলেদের সৌন্দর্যচর্চা নিয়েও।
স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে ভক্ত মহলে বেশ জনপ্রিয় আরেফিন শুভ। তিনি নিজেও সুস্বাস্থ্যের অধিকারী। সিনেমায় একেকটা চরিত্রের জন্য নিজেকে ভেঙে আবার গড়ে নেওয়াটাই তার কাজ।
গত বছর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভাইরাল ছিল আরেফিন শুভর একটি ভিডিও। এতে দেখা যায়, জিমে ঘাম ঝরাচ্ছেন এই অভিনেতা। সিনেমার প্রস্তুতি হিসেবে শারীরিক গঠনের ব্যাপক পরিবর্তন এনে আলোড়ন সৃষ্টি করেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শুরুর আগে টানা ৯ মাস তিনি কঠোর অনুশীলন করেছিলেন।
নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ছেন। তৈরি করছেন ‘মিশন এক্সট্রিম’ ছবির চরিত্রে অভিনয়ের জন্য।
মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয়ের জন্য নিজেকে তৈরি করতে টানা ৯ মাস ধরে চলে শুভর ট্রেনিং। সেসময় পায়ে চোট পান এই ঢালিউড অভিনেতা। তবে বেশ কয়েক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তখন সুস্থ হয়েও উঠেন তিনি। এসব একটি তথ্যচিত্র প্রকাশের মাধ্যমে দর্শকদের জানিয়েছেন শুভ।
৯ মাসের হাড়ভাঙা খাটুনির পর শুভ নিজেকে ফিরে পান সিক্স প্যাকে। কিন্তু এই “সিক্স প্যাক”ই এখন কাল হয়ে দাড়িয়েছে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই তারকার জন্য । সিনেমার প্রস্তুতি হিসেবে বডি ট্রান্সফরমেশনের সময় পড়েছিলেন পায়ের ইনজুরিতে। মাস খানেক ভোগার পর সুস্থ হলেও আবারও তবে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত এই তারকার পুরোনো সে চোট আবার জেগে উঠেছে।
প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঠিকমতো দাঁড়াতে পারছেন না, তাই সারাক্ষণই শুয়ে–বসে কাটাতে হচ্ছে তাকে।
এরপর ২৪ জুলাই রাজধানীর একটি হাসপাতালে এমআরআই করিয়েছেন শুভ। এমআরআই রিপোর্ট দেখে থেরাপির সিদ্ধান্ত কথা জানিয়েছেন চিকিৎসকেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।
শুভ বলেন, এমআরআই এর রিপোর্ট দেখে চিকিৎসকেরা সিদ্ধান্ত জানিয়েছেন সর্বনিম্ন তিন সপ্তাহ নিয়মিত থেরাপি নিতে হবে। এ সময় কোনো কাজ করা যাবে না, পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।’
শুভর এই পরিস্থিতি নিয়ে শঙ্কায় তার ভক্তরা। তাদের মনে প্রশ্ন, স্বাভাবিক জীবনে আদৌ কি ফিরতে পারবেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা আরেফিন শুভ?