আবারও বিয়ে করলেন অভিনেত্রী সারিকা
নাফিজা আক্তার
প্রথম সংসার ভাঙার পাঁচ বছর পর ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। তার স্বামীর নাম বি আহমেদ রাহী। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং মিউজিশিয়ান।
সারিকা ও রাহীর বিয়ে হয়েছে গত ২ ফেব্রুয়ারি। এই কয়েকদিন এমন খবর গোপন রাখলেও গতকাল মঙ্গলবার সেই খবর অভিনেত্রী নিজেই প্রকাশ করেছেন। তিনি জানান, দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তার এবং রাহীর বিয়ে সম্পন্ন হয়েছে।
নতুন সংসার সাজানোর খবর দিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চেয়েছেন সারিকা। অভিনেত্রীর কথায়, যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি, সারাজীবন যেন তা বজায় থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে কাজে ফিরবো।
এর আগে ২০১৪ সালের আগস্টে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন সারিকা। অভিনেত্রীর প্রথম স্বামীর নাম মাহিম করিম। সেটিও ছিল প্রেমের বিয়ে। সংসার জীবনের এক বছরের মাথায় অভিনেত্রীর কোলজুড়ে আসে এক কন্যাসন্তান। কিন্তু টেকেনি সে সংসার। ২০১৬ সালে মাহিমের সঙ্গে বিচ্ছেদ ঘটান ছোট পর্দার এই তারকা।