আন্তর্জাতিক অর্থ সহায়তা চাচ্ছে তালেবান
সাদাকালো নিউজ
আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মারাত্বক সংকটে পরেছে দেশটির মানুষেরা। এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছেন সাথে আহতও হয়েছেন অনেকে। দেশের এমন পরিস্থিতির মোকাবিলা করতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে তালেবান সরকার।
বৃহস্পতিবার (২৩ জুন) বিবিসি’র এক এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করে বলা যায়নি, সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। এমনকি ভূমিকম্পে প্রত্যন্ত পাহাড়ি গ্রামে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রকৃত চিত্র এখনও পাওয়া যায়নি।
এদিকে দুই দশকের মধ্যে ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পরেছে মোবাইল ফোনের টাওয়ার। এদিকে, ভারী বৃষ্টিপাত এবং সরঞ্জামসহ অন্যান্য জিনিসের অভাবে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
তালেবান সরকারের একজন সিনিয়র কর্মকর্তা আবদুল কাহার বালখি বলেছেন, মানুষকে যেভাবে সাহায্য করা দরকার, তালেবান সরকারের অর্থনৈতিক দিক থেকে সেভাবে সাহায্য করার সামর্থ্য নেই। সাহায্য সংস্থা, পার্শ্ববর্তী দেশ এবং বিশ্বের শক্তিধর দেশগুলো সাহায্য করছে। কিন্তু ভূমিকম্পে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজন হবে।
এদিকে, ভয়াবহ এই ভূমিকম্পের পর জাতিসংঘ জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা ও আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছে।