শ্রেয়া ঘোষালের নামে ‘অভিনব প্রতারণা’
সাদাকালো নিউজ
ভারতের নন্দিত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের নাম করে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সঙ্গে ১৭ লাখ রুপি প্রতারণার অভিযোগ ওঠেছে একটি সংস্থার বিরুদ্ধে। এরইমধ্যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
বাংলাদেশ সরকারের একটি সংস্থার অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে পারফর্ম করতে মুম্বাইয়ের হিট মেকার্স প্রোডাকশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে শ্রেয়া ঘোষালের সঙ্গে উপ-দূতাবাসের চুক্তি হয়।
ওই কোম্পানি শ্রেয়ার অনুষ্ঠানের জন্য উপ-দূতাবাস থেকে সাড়ে ৮ লাখ রুপি অগ্রিম নেয়। টাকা প্রাপ্তি স্বীকার করে শ্রেয়া ঘোষাল নামের ই-মেইল অ্যাকাউন্ট থেকে ধন্যবাদও জানানো হয়।
কিন্তু পরে জানা যায়, শ্রেয়ার সঙ্গে সংস্থাটির কোনো যোগসূত্রই নেই। সংস্থাটিও পুরোপুরি ভুয়া। এরপরই কলকাতার প্রতারণা দমন শাখায় লিখিত অভিযোগ করে উপ-দূতাবাস।
চুক্তির অগ্রিম আগাম সাড়ে ৮ লাখ রুপি পাঠানো হয়েছিল হিট মেকার্সের ডিরেক্টর কৃষ্ণ কুমার শর্মার অ্যাকাউন্টে। ওই টাকা নেয়া হয়েছিল কলকাতার সঙ্গীতশিল্পী চিরন্তন ব্যানার্জির মাধ্যমে।
এর আগে শ্রেয়াকে দিয়ে গান করাতে অন্য একটি সংস্থা এক কোটি রুপি লাগবে বলে উপ-দূতাবাসকে জানিয়েছিল। পরে কৃষ্ণ শর্মা ২০ লাখ রুপিতে শ্রেয়াকে অনুষ্ঠানে হাজির করানোর প্রতিশ্রুতি দেন।
এরপর চুক্তির বায়না করতে বিভিন্ন কাগজপত্র চেয়ে পাঠায় উপ-দূতাবাস। কৃষ্ণ শর্মা প্রয়োজনীয় কাগজপত্র উপ-দূতাবাসে জমা দেন। গত নভেম্বরে কৃষ্ণ শর্মার পক্ষে কাগজপত্র দেখিয়ে বিশ্বজিৎ মন্ডল নামে এক ব্যক্তি চুক্তির বাকি আরও সাড়ে ৮ লাখ রুপি হাইকমিশন থেকে নিয়ে যান।