অধিনায়কত্ব ছাড়ার সময় তামিমকে যা বলেছিলেন প্রধানমন্ত্রী
সাদাকালো নিউজ
আন্তর্জাতিক ক্রিকেটকে গত জুলাইতে হুট করেই বিদায় বলে দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। তবে সেই ঘটনার মাস খানেক পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। অধিনায়কত্ব ছাড়ার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল তামিমের?
রোববার (২৭ আগস্ট) ক্রিকেটভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্মকে দেওয়া সাক্ষাতকারে নিজের অধিনায়কত্ব ছাড়ার কারণ জানানোর পাশাপাশি আগামীতে নিজের পরিকল্পনা নিয়েও কথা বলেন তামিম।
সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা প্রসঙ্গে তামিম বলেন, ‘অধিনায়কত্ব ছাড়ার সময়ও আমার কথা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে। ওনার (প্রধানমন্ত্রীর) সাথে আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ হয়েছে। আমি আমার অনুভূতি তার সাথে শেয়ার করেছি। এছাড়া যেদিন আমি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই, সেদিন পাপন ভাইয়ে বাসায় বসে তার ফোনেই আমি কথা বলি। তখন আমি কি ভাবছি এবং কেন এই সিদ্ধান্ত নিচ্ছি, সেটা প্রধানমন্ত্রীকে আমি জানাই।
তামিম আরও যোগ করেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাকে একটাই কথাই বলেছেন, এটা গুরুত্বপূর্ণ আমি যাতে দলের হয়ে খেলি এবং বিশ্বকাপে অংশ নিই। অধিনায়কত্ব যদি আমি উপভোগ না করি, তাতে কোনো সমস্যা নেই। এমনকি তিনি এটাও জানিয়েছেন, আমার সিদ্ধান্তকে তিনি (প্রধানমন্ত্রী) সম্মান জানান’।
উল্লেখ্য, গত ৩ আগস্ট ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। তার পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন সাকিব আল হাসান।